হাটহাজারী সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ রবিবার (১৩ আগস্ট) উপজেলার আজিম পাড়া, মেখল ও গড়দুয়ারা ইউনিয়নের বন্যা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
এ সময় সাংসদ বন্যা দুর্গত এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সরজমিন পরিদর্শন করেন ও স্হানীয়দের সাথে কথা বলেন এবং এসব ভাংগন ও ক্ষতিগ্রস্ত জায়গা গুলো মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রধান করেন।
সাথে সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (আঃ দাঃ) নিয়াজ মোর্শেদ,মডেল থানার ওসি (তদন্ত) নুরুল আলম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রিড়া সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম চৌধুরী, সাংসদের সহকারী একান্ত সচিব সৈয়দ মঞ্জুর আলম, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন চৌধুরী, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সরওয়ার মোরশেদ তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, গত শনিবারও সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উপজেলার দক্ষিণ মাদার্শার আলেয়া(নবাবীয়া), বটতলী মাদারীপুল ও বোয়ালিয়ারকুল, শিকারপুর অ্যান্ড্রাসন রোড প্রকাশ কুয়াইশ কলেজ রোড, হাবিলদার ইয়ার মোহাম্মদ সড়ক, ধুপপুল,বুড়িশ্চর সার্কুলার রোড, উত্তর বুড়িশ্বর হালদা নদী সংলগ্ন খালের পাড় ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছিলেন।