সাজেক থেকে বাসায় ফেরার পথে ফটিকছড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত আবু জাহেদ রনি (৩৯) নামের হাটহাজারীর এক ব্যক্তির ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা একটার দিকে অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে আই সি ইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত রনি উপজেলার মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ সুলতান বলি বাড়ির মরহুম আবুল কাশেমের ২য় পুত্র।
স্থানিয় ও পরিবার সুত্রে জানা যায়, গত ১১ জুলাই রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি থেকে বেড়িয়ে নিজ বাসায় ফেরার পথে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের রাবার বাগান এলাকায় বিকাল চারটার দিকে দ্রুতগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় রনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করানো হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই নগরীর অক্সিজেনস্থ অনন্য আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা একটার দিকে রনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রনি উপজেলার মেখল ইউনিয়নের মেখল আনন্দ বাজার কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসাবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মহিউদ্দিন নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, আবু জাহেদ রনির ২ বছর বয়সী ও ৮ মাস বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে।
একইদিন বুধবার রাত ৯ টার দিকে নিহতের নিজ গ্রাম মেখলস্থ বাদামতলী ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।