বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বসুন্ধরার নিজ বাড়িতেই ছিলেন তিনি। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে বলে গনমাধ্যমকে এ তথ্য দিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
তার বিরুদ্ধে নির্বাচনী এলাকা চট্টগ্রাম- ১ (মীরসরাই) -এর জোরারগঞ্জ থানা এবং মীরসরাই থানায় বিএনপি নেত্রী খােদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাকের গাড়িবহরে হামলাসসহ একাধিক মামলা রয়েছে।
বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাছান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
দু’পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে