চট্টগ্রাম 5:37 am, Thursday, 7 August 2025

সাবেক ছাত্রদল নেতা মহিনকে নিয়ে গুজব, প্রতিবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মহিন উদ্দিন মহিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি মহল। এতে নিয়মিত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ওই নেতা। বেশ কয়েকটি আইডি থেকে ওই গুজব ছড়ানোয় সাময়িক বিভ্রান্তিতে পড়েছেন বিএনপি ও জামায়াত নেতারা।

তবে বিষয়টি স্পষ্ট করায় বিভ্রান্তির অবসান হয়। সেইসাথে এসব ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা মহিন উদ্দিন মহিন।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় যু্গ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র নাম ব্যবহার করে আইডি খুলে গতকাল মঙ্গলবার সেখানে পোস্ট করা হয়, সীতাকুণ্ডে শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, ছাত্রদল নেতা মহিন নিহত, আহত ৪০। দয়া করে কমেন্টে কেউ আলহামদুলিল্লাহ বলবেন না। একই পোস্ট আ সা দ ও মোহাম্মদ আহাদ আহম্মেদ আহাদ নামে আরও দুটি ফেইক আইডি থেকে পোস্ট করা হয়। আইডি দুটির প্রোফাইলে শেখ মুজিবের ছবি দেওয়া হয়েছে।

ওই আইডিগুলোতে প্রবেশ করে আরও নানা ইস্যুতে গুজব রটানোর প্রমাণ মিলেছে।

 

এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা মহিন উদ্দিন মহিন বলেন, আমাকে মঙ্গলবার রাতে অনেক নেতাকর্মীই কল করেছেন৷ আমি রাত ৩ টা পর্যন্ত ঘুমাতে পারিনি। সবাই শুধু জানতে চাচ্ছে কি হয়েছে। তবে এসব করে কোন লাভ হয়নি। বিষয়টি কেউ বিশ্বাস করেনি। অনেকেই গুজব বলে পাল্টা পোস্ট করেছেন। তিনি আরও বলেন, আমাদেরকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা জামায়াত-বিএনপির মধ্যে ফাটল ধরানোর বা কোন সংঘাত সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তুু আমরা এসব বুঝি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন গুজবলীগে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, মহিন উদ্দিন মহিন শহীদ জিয়ার আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। আওয়ামী দু:শাসনের বিগত ১৬ বছরে চরম নির্যাতিত হয়েছেন তিনি। ঘরবাড়ি ছাড়া হয়ে ব্যবসা, বাণিজ্য সবকিছু হারিয়েছেন৷ ২৭ টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৮ বার। দীর্ঘ দিন কারাগারে থাকার কারণে পারিবারিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তৃণমূলের এই নেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক স্থায়ীভাবে বহিষ্কার

সাবেক ছাত্রদল নেতা মহিনকে নিয়ে গুজব, প্রতিবাদ

Update Time : 06:54:54 pm, Thursday, 29 August 2024

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা মহিন উদ্দিন মহিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি মহল। এতে নিয়মিত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ওই নেতা। বেশ কয়েকটি আইডি থেকে ওই গুজব ছড়ানোয় সাময়িক বিভ্রান্তিতে পড়েছেন বিএনপি ও জামায়াত নেতারা।

তবে বিষয়টি স্পষ্ট করায় বিভ্রান্তির অবসান হয়। সেইসাথে এসব ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন যুবদল নেতা মহিন উদ্দিন মহিন।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় যু্গ্ম মহাসচিব ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি’র নাম ব্যবহার করে আইডি খুলে গতকাল মঙ্গলবার সেখানে পোস্ট করা হয়, সীতাকুণ্ডে শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ, ছাত্রদল নেতা মহিন নিহত, আহত ৪০। দয়া করে কমেন্টে কেউ আলহামদুলিল্লাহ বলবেন না। একই পোস্ট আ সা দ ও মোহাম্মদ আহাদ আহম্মেদ আহাদ নামে আরও দুটি ফেইক আইডি থেকে পোস্ট করা হয়। আইডি দুটির প্রোফাইলে শেখ মুজিবের ছবি দেওয়া হয়েছে।

ওই আইডিগুলোতে প্রবেশ করে আরও নানা ইস্যুতে গুজব রটানোর প্রমাণ মিলেছে।

 

এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা মহিন উদ্দিন মহিন বলেন, আমাকে মঙ্গলবার রাতে অনেক নেতাকর্মীই কল করেছেন৷ আমি রাত ৩ টা পর্যন্ত ঘুমাতে পারিনি। সবাই শুধু জানতে চাচ্ছে কি হয়েছে। তবে এসব করে কোন লাভ হয়নি। বিষয়টি কেউ বিশ্বাস করেনি। অনেকেই গুজব বলে পাল্টা পোস্ট করেছেন। তিনি আরও বলেন, আমাদেরকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা জামায়াত-বিএনপির মধ্যে ফাটল ধরানোর বা কোন সংঘাত সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তুু আমরা এসব বুঝি। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন গুজবলীগে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, মহিন উদ্দিন মহিন শহীদ জিয়ার আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। আওয়ামী দু:শাসনের বিগত ১৬ বছরে চরম নির্যাতিত হয়েছেন তিনি। ঘরবাড়ি ছাড়া হয়ে ব্যবসা, বাণিজ্য সবকিছু হারিয়েছেন৷ ২৭ টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৮ বার। দীর্ঘ দিন কারাগারে থাকার কারণে পারিবারিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তৃণমূলের এই নেতা।