চট্টগ্রাম 6:42 am, Wednesday, 9 July 2025

সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া’র চট্টগ্রাম -১ মিরসরাই আসনের প্রার্থী ঘোষণা

সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া নিজ বাড়ি মিরসরাইয়ের দমদমা গ্রামে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন সমসাময়িক রাজনীতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি বলেন,

“যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। ক্ষতির জন্য তারাই যথেষ্ট”।
বিশ্বের গণতান্ত্রিক প্রতিটি রাষ্ট্রে সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দল (মার্কসবাদী- লেনিনবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ১৪ দলের নেতা কমরেড দিলীপ বড়ুয়া।

দিলীপ বড়ুয়া বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের নাম দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে, যা ভিয়েনা কনভেনশন পরিপন্থি। বিশ্বের ক্ষমতা এখন একটি রাষ্ট্রের কাছে নেই। বিশ্ব ক্ষমতা এখন ভাগ হয়ে গেছে। চীন বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে চীন সেটার প্রশংসা করেছে। বাংলাদেশ চাইলে চীন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজনীয়তা দাবি করে সাবেক শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রাষ্ট্র প্রয়োজন। স্থিতিশীল সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। তার মতো ম্যানেজ্যাবল লিডার এশিয়ায় বর্তমানে নেই। দেশে বর্তমানে প্রধান সমস্যা হলো তিস্তা ব্যারাজ ও গঙ্গা পানি চুক্তি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ক্ষমতায় না এলে এগুলো বাস্তবায়ন সম্ভব হবে না।
দেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছেন। এখন দরকার আবার মহাজোট সরকারের ক্ষমতায়ন।

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে একটি মাত্র আসনে সাম্যবাদী দল নির্বাচনী প্রতিযোগীতায় অংশ নিবে বলে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আমি মনোনয়ন চাইবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন।

সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক সালেহ আহম্মেদ মাস্টারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপিকা তৃপ্তি রানী বড়ুয়া, বিজয় বড়ুয়া, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট দির্ঘতম বড়ুয়া, ইউপি সদস্য রনজিত বড়ুয়া, মো. জামশেদ আলম, মো. শাহাব উদ্দিন, মো. বেলাল উদ্দিন, নুরুল আলম, সাইফন দত্ত, ডা. সুবোধ বড়ুয়া, চিরজিৎ বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য কমরেড দিলীপ বড়ুয়া ইতোপূর্বে চট্টগ্রাম -১ আসন মিরসরাই থেকে ১৯৯৬ ও ২০০১ সালের ২ বার সংসদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে চট্টগ্রাম -৩ থেকে মহাজোটের ব্যানারে নির্বাচন করতে চাইলেও শেষ পর্যন্ত সরে দাড়ান। নির্বাচনের পর আ.লীগের নেতৃত্বে সরকার গঠন করলে তিনি ২০০৯ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনার ২য় মেয়াদের মন্ত্রী সভায় টেকনোক্রাট মন্ত্রী হিসাবে সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ার লালানগর গজালিয়ায় ওয়ান ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া’র চট্টগ্রাম -১ মিরসরাই আসনের প্রার্থী ঘোষণা

Update Time : 11:38:34 pm, Saturday, 19 August 2023

সাবেক শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া নিজ বাড়ি মিরসরাইয়ের দমদমা গ্রামে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন সমসাময়িক রাজনীতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি বলেন,

“যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। ক্ষতির জন্য তারাই যথেষ্ট”।
বিশ্বের গণতান্ত্রিক প্রতিটি রাষ্ট্রে সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় বলে মন্তব্য করেছেন সাম্যবাদী দল (মার্কসবাদী- লেনিনবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ১৪ দলের নেতা কমরেড দিলীপ বড়ুয়া।

দিলীপ বড়ুয়া বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশে যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ মূলক নির্বাচনের নাম দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করছে, যা ভিয়েনা কনভেনশন পরিপন্থি। বিশ্বের ক্ষমতা এখন একটি রাষ্ট্রের কাছে নেই। বিশ্ব ক্ষমতা এখন ভাগ হয়ে গেছে। চীন বর্তমান সরকারের কর্মকাণ্ডে খুশি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে চীন সেটার প্রশংসা করেছে। বাংলাদেশ চাইলে চীন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার প্রয়োজনীয়তা দাবি করে সাবেক শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রাষ্ট্র প্রয়োজন। স্থিতিশীল সরকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। তার মতো ম্যানেজ্যাবল লিডার এশিয়ায় বর্তমানে নেই। দেশে বর্তমানে প্রধান সমস্যা হলো তিস্তা ব্যারাজ ও গঙ্গা পানি চুক্তি। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ক্ষমতায় না এলে এগুলো বাস্তবায়ন সম্ভব হবে না।
দেশকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছেন। এখন দরকার আবার মহাজোট সরকারের ক্ষমতায়ন।

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে একটি মাত্র আসনে সাম্যবাদী দল নির্বাচনী প্রতিযোগীতায় অংশ নিবে বলে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে আমি মনোনয়ন চাইবো। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন।

সাম্যবাদী দল মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক সালেহ আহম্মেদ মাস্টারের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত বড়ুয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন অধ্যাপিকা তৃপ্তি রানী বড়ুয়া, বিজয় বড়ুয়া, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট দির্ঘতম বড়ুয়া, ইউপি সদস্য রনজিত বড়ুয়া, মো. জামশেদ আলম, মো. শাহাব উদ্দিন, মো. বেলাল উদ্দিন, নুরুল আলম, সাইফন দত্ত, ডা. সুবোধ বড়ুয়া, চিরজিৎ বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য কমরেড দিলীপ বড়ুয়া ইতোপূর্বে চট্টগ্রাম -১ আসন মিরসরাই থেকে ১৯৯৬ ও ২০০১ সালের ২ বার সংসদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে চট্টগ্রাম -৩ থেকে মহাজোটের ব্যানারে নির্বাচন করতে চাইলেও শেষ পর্যন্ত সরে দাড়ান। নির্বাচনের পর আ.লীগের নেতৃত্বে সরকার গঠন করলে তিনি ২০০৯ সালের ৫ জানুয়ারি শেখ হাসিনার ২য় মেয়াদের মন্ত্রী সভায় টেকনোক্রাট মন্ত্রী হিসাবে সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।