বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক মরহুম এম হারুন অর রশিদের জানাযা রাত দশটায় সম্পন্ন হয়েছে।
সোমবার (৪ অগাস্ট) রাত দশটায় মরহুমের নিজ গ্রাম হাটহাজারীর হাধুরখীলস্থ হাদু চৌধুরী জামে মসজিদ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার দুপুরের দিকে নগরীর ‘চট্টগ্রাম ক্লাব’ গেস্টহাউজের একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় স্ট্রোক করে তিনার মৃত্যু হয়ে থাকতে পারে।
জানা যায়, চট্টগ্রাম আদালতে একটি জরুরী কাজে গতকাল রবিবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে এসে ওই গেস্টহাউজের রুমটিতে উঠেন তিনি। পরে ক্লাব সংশ্লিষ্টদের সকালের নাস্তার সময় জিজ্ঞেস করে তিনি রুমে ঘুমাতে চলে যান। এদিকে সোমবার দুপুর পর্যন্ত তিনি রুম থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন ডাকাডাকি করতে থাকেন। এতে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন তিনি বিছানায় পড়ে আছেন। পরে পুলিশ কে খবর দেন তারা। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।