চট্টগ্রাম 11:46 am, Wednesday, 6 August 2025

সালমান এফ রহমান ও আলমগীর হোসেনসহ ১৭৪ জনের নামে দোহার থানায় মামলা

সালমান এফ রহমান, আলমগীর হোসেনসহ ১৭৪ জনের নামে ঢাকার দোহার থানায় মামলা হয়েছে।

রোববার (২৫ আগষ্ট) সকালে উপজেলার রামনাথপুর গ্রামের মো. শাজাহান মাঝি বাদী হয়ে বিস্ফোরক আইনে দোহার থানায় মামলা দায়ের করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাবেক সাংসদ সালমান এফ রহমানকে প্রধান আসামী করা হয়েছে। এতে ১৭৪ জনের নামসহ অজ্ঞাত আরো ২শ’ থেকে আড়াই’শ জনকে আসামি করা হয়েছে। দোহার মামলা নং-২, তারিখ-২৫/০৮/২০২৪।
এ মামলায় আরও আসামী হয়েছেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন,
দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারিসহ দুই উপজেলার আওয়ামী লীগের নেতারা।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগষ্ট দোহারের করম আলীর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে যান বাদী ও তাঁর স্বজন সোনিয়া আক্তার।

এসময় সালমান এফ রহমানের পরোক্ষ নির্দেশে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে তাঁদের উপর হামলা করে। এতে বাদী শাজাহান মাঝিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। হামলার সময়ে নারী শ্লীলতাহানীর ঘটনাও ঘটে।

শাজাহান মাঝি এবিষয়ে বলেন, ঘটনার দিন দুপুর ১২টায় সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। এসময় আমি ছাড়াও অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ার আওয়ামী লীগ নেতা সাহাব মিয়া গ্রেফতার, এলাকায় মিস্টি বিতরণ

সালমান এফ রহমান ও আলমগীর হোসেনসহ ১৭৪ জনের নামে দোহার থানায় মামলা

Update Time : 08:37:17 pm, Sunday, 25 August 2024

সালমান এফ রহমান, আলমগীর হোসেনসহ ১৭৪ জনের নামে ঢাকার দোহার থানায় মামলা হয়েছে।

রোববার (২৫ আগষ্ট) সকালে উপজেলার রামনাথপুর গ্রামের মো. শাজাহান মাঝি বাদী হয়ে বিস্ফোরক আইনে দোহার থানায় মামলা দায়ের করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাবেক সাংসদ সালমান এফ রহমানকে প্রধান আসামী করা হয়েছে। এতে ১৭৪ জনের নামসহ অজ্ঞাত আরো ২শ’ থেকে আড়াই’শ জনকে আসামি করা হয়েছে। দোহার মামলা নং-২, তারিখ-২৫/০৮/২০২৪।
এ মামলায় আরও আসামী হয়েছেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন,
দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারিসহ দুই উপজেলার আওয়ামী লীগের নেতারা।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগষ্ট দোহারের করম আলীর মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে যান বাদী ও তাঁর স্বজন সোনিয়া আক্তার।

এসময় সালমান এফ রহমানের পরোক্ষ নির্দেশে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র ও বিস্ফোরক নিয়ে তাঁদের উপর হামলা করে। এতে বাদী শাজাহান মাঝিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। হামলার সময়ে নারী শ্লীলতাহানীর ঘটনাও ঘটে।

শাজাহান মাঝি এবিষয়ে বলেন, ঘটনার দিন দুপুর ১২টায় সন্ত্রাসীরা আমার উপর হামলা করে। এসময় আমি ছাড়াও অনেক সাধারণ শিক্ষার্থী আহত হয়।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলমান।