চট্টগ্রাম চট্টগ্রামের মীরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় মীরসরাই স্টেডিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।
সমাবেশে সভাপতিত্ব করেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী এবং সঞ্চালনা করেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম।
বক্তব্য দেন লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সমাজসেবক ড. কামাল উদ্দিন, নূর হোসেন চেয়ারম্যান, সালাহ উদ্দিন চেয়ারম্যান, ওমর শরিফ, মাঈন উদ্দিন মাহমুদ, মহিউদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জাহেদ হাসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম পারভেজ ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সিপাহি–জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতিকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
নেতারা আরও বলেন, মীরসরাইয়ে আন্দোলন–সংগ্রামে সব সময় জনগণের পাশে ছিলেন নুরুল আমিন চেয়ারম্যান। আগামী নির্বাচনে জনগণ আবারও তাঁর পক্ষেই রায় দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















