সীতাকুণ্ডের ২নং বারৈয়াঢালা ইউনিয়নে ১নং ওয়ার্ড এর ইমান আলীর বাড়িতে আজ সকালে বহাবহ অগ্নিকান্ডে মুহূর্তে নিঃস্ব হয়ে যায় ছয়টি পরিবার। ফায়ার সার্ভিস যথা সময়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার নুরুল করিম বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা।
খবর পেয়ে তাতক্ষনিক ভাবে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান, উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতিসহ সার্বিক বিষয়ে খবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী।
উপজেলা আমির জনাব মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াত সেক্রেটারি জনাব মোহাম্মদ তাহের ভাই, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব কুতুবউদ্দিন শিবলি ও এডভোকেট মুহাম্মদ আশরাফুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ সম্পাদক জনাব মিছবাহুল আলম রাসেল।
পৌর জামায়াতের আমির হাফিজ আলি আকবর ভাই এবং ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলগন।
দায়িত্বশীল সার্বিক বিষয়ে খোঁজ খবর নেয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তাৎক্ষণিক উপজেলা জামায়াতের পক্ষথেকে কিছু সহায়তা প্রদান করেন। আরো সহায়তার করার আশ্বাস দেন।