আলহাজ্ব এস এম আল মামুন এমপি বলেছেন স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সীতাকুণ্ডের কাংখিত উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত করা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরশীল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার আপনাদের দাবি আমি সরকারের উচ্চ মহলে জানাবো।
গত ১০ মার্চ রোববার চট্টগ্রাম নগরীর খুলশী ক্লাব লিমিটেড এ সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণী পেশা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মো. গিয়াস উদ্দিন এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।
মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম, ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. সোলায়মান,বাংলাদেশ রেলওয়ের সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহম্মদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর এ কে এম তফজল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইচ আর এম বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক রাসেল, একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌস, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আবুল হাসনাত, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক পলাশ কুমার চৌধুরী, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম সভাপতি নাছির উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক আবেদীন আল মামুন,সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. ভবতোষ নাথ, সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতি এড. আতিকুল মান্নান জামশেদ, ইপসার পরিচালক মোরশেদ চৌধুরী প্রমুখ।
প্রতিনিধিবৃন্দ সীতাকুণ্ডবাসীর প্রাণের দাবি ২৫ দফা দাবি নামা সম্বলিত স্মারকলিপি আলহাজ্ব এস এম আল মামুন এমপি কে প্রদান করেন।
২৫ দফার প্রধান প্রধান দাবী সমূহঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, সীতাকুণ্ডে সকল কলকারকানায় ৫০% স্থানীয় কোটা চাই, শিল্পায়নের নামে সীতাকুণ্ডবাসীর বসতবাড়ি, ফসলী জমি জবর দখল হবে না, মাদক ও সন্ত্রাস মুক্ত সীতাকুণ্ড চাই, যানজট মুক্ত নিরাপদ সড়ক ও পর্যাপ্ত গণপরিবহণ চাই, সীতাকুণ্ডে পর্যটন স্পটসমূহ সরকারী স্বীকৃতি চাই এবং সীতাকুণ্ডের কাংখিত উন্নয়ন করতে হবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 









