সীতাকুণ্ড উপজেলা পর্যায়ে মাদ্রাসা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন যুবাইদিয়া ইসলামিয়া মহিলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান, উপকরণ ব্যবহার, প্রশ্নপত্র প্রনয়ন,ব্যক্তিত্ব, প্রযুক্তির ব্যবহার, পেশাগত সৃজনশীল প্রকাশনা, দক্ষ আর্থিক শৃঙ্খলা, শ্রেণী কার্যক্রম পরিচালনাসহ মোট ১২টি কার্যক্রমের উপর মূল্যায়ণ করে এই শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইসমত আরা জানান, এবার শিক্ষা সপ্তাহে আমরা বিভিন্ন ক্যাটাগরীতে প্রতিযোগিতার আয়োজন করেছি। এরমধ্যে মাদ্রাসা গ্রুপে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন যুবাইদিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি।
এদিকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীর আলম বিএসসিকে অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক আমার দেশ প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম, সদস্য সচিব ইনকিলাব প্রতিনিধি মোঃ সুলাইমান মেহেদী হাসান সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। আরও অভিনন্দন জানিয়েছে সীতাকুণ্ড কিন্ডারগার্টেন এসোসিয়েশন,সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















