ফেনী সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ‘মহানগর’ গ্রামের সুলতানা নাসরিন কান্তা। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫ তম ব্যাচের কর্মকর্তা।
এর আগে তিনি ফুলগাজী উপজেলায় এসি ল্যান্ড হিসেবে এবং ফেনী ডিসি অফিসে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
কর্মকালে তাঁর সততা এবং মার্জিত আচরণের জন্য সবার কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

উল্লেখ্য যে, তিনি উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের সন্তান মুহাম্মদ মাহফুজ উদ্দিন এর সহধর্মিণী। জনাব মাহফুজ উদ্দিন ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে কর্মরত।