চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যান বোঝাই ৭৭ টুকরা বিভিন্ন প্রজাতির অবৈধ গোলকাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে পাচার কারার সময় সেগুন, গামার ও গর্জন গোলকাঠ বোঝাই কাভার্ডভ্যানটি আটক করা হয়। যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৮৫৩১।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে পাচার করার সময় ৭৭ টুকরা বিভিন্ন প্রজাতির গোলকাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করা হয়। আটককৃত যানবাহন ও বনজদ্রব্য ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

















