চট্টগ্রাম 1:53 pm, Wednesday, 16 July 2025

সীতাকুণ্ডে অবৈধ সিএনজি ও ব্যাটারী চালিত রিকশার কারনে বেড়েছে দুর্ঘটনা

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মোস্তফা সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থনীয়রা জানান, চট্টগ্রামমুখী সড়কে দ্রুতগতিতে থাকা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। তাতে পিকআপ ভ্যানটি মোস্তফা পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যায়। পরে সামনে থাকা আরেকটি বড় কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে হানিফের চালক, চালকের সহকারীসহ অন্তত ২৬ জন বাস যাত্রী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় বাসে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

বাসযাত্রী মহিদুল আলম বলেন, হঠাৎ বিকট শব্দে পুরো বাসটি কেঁপে ওঠে। পিছন দিকের কয়েকজন যাত্রী ছাড়া বাসের প্রায় সবযাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো. নুর উদ্দিন বলেন,‘দুর্ঘটনায় ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে গুরুতর আহত সাতজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।’

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশার ধরতে অভিযান চালিয়েছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দিনভর তাদের অভিযানে ২০টি অটোরিকশা আটক করে মামলা দায়ের করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে। দ্রুতগতির একটি বাস পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাটহাজারীতে এক দিনের ব্যবধানে আরেক দুবাই প্রবাসীর মৃত্যু

সীতাকুণ্ডে অবৈধ সিএনজি ও ব্যাটারী চালিত রিকশার কারনে বেড়েছে দুর্ঘটনা

Update Time : 09:36:49 pm, Tuesday, 31 December 2024

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মোস্তফা সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

স্থনীয়রা জানান, চট্টগ্রামমুখী সড়কে দ্রুতগতিতে থাকা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। তাতে পিকআপ ভ্যানটি মোস্তফা পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যায়। পরে সামনে থাকা আরেকটি বড় কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে হানিফের চালক, চালকের সহকারীসহ অন্তত ২৬ জন বাস যাত্রী আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় বাসে আটকে পড়া আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

বাসযাত্রী মহিদুল আলম বলেন, হঠাৎ বিকট শব্দে পুরো বাসটি কেঁপে ওঠে। পিছন দিকের কয়েকজন যাত্রী ছাড়া বাসের প্রায় সবযাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো. নুর উদ্দিন বলেন,‘দুর্ঘটনায় ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে গুরুতর আহত সাতজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।’

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অবৈধ সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশার ধরতে অভিযান চালিয়েছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) দিনভর তাদের অভিযানে ২০টি অটোরিকশা আটক করে মামলা দায়ের করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে। দ্রুতগতির একটি বাস পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে।