সীতাকুণ্ড প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে চরম প্রতারণার অভিযোগ উঠেছে। আওয়ামী পদধারী ও তাদের সুবিধাভোগী দোসর কয়েকজন তথাকথিত সাংবাদিক সম্প্রতি চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে সেটিকে সীতাকুণ্ড প্রেস ক্লাবের মতবিনিময় হিসেবে চালিয়ে দিতে উঠেপড়ে লেগেছে। তারা ফেসবুক ও সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে পুলিশ সুপারের সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্পষ্টভাবে জানিয়েছেন, তারা সাংবাদিক পরিচয়ে ব্যক্তিগতভাবে এসেছিলেন, আর যেকোনো সাংবাদিক চাইলে তার সঙ্গে দেখা করতে পারেন।
ক্ষোভ প্রকাশ করে ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী পদধারী ও দোসররা সাংবাদিকতার মুখোশ পরে ক্ষমতার দরবারে নিজেদের পিঠ বাঁচাতে মরিয়া। তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর সীতাকুণ্ডে গঠিত হয় ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাব। যেটি গণতান্ত্রিক ও নিরপেক্ষ সাংবাদিকদের বৈধ প্ল্যাটফর্ম। সীতাকুণ্ড প্রেস ক্লাবের নামে জেলা পুলিশ সুপারের সাথে কোন মতবিনিময় হয়নি।
প্রেস ক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান বলেন, স্বৈরাচার পতনের পর থেকেই সাংবাদিকতার নাম ভাঙিয়ে কিছু চিহ্নিত চাটুকার ফ্যাসিবাদী পরিচয় আড়াল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন সময় হয়েছে এই মুখোশধারীদের মুখোশ খুলে দেওয়ার।