দীর্ঘ প্রতিকূল পরিস্থিতির অবসান শেষে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মধ্যম জাহানাবাদ আগার বাড়ীর সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সড়কটি উদ্বোধন করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মু.কুতুবউদ্দিন শিবলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন মৃদা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শেখ সাহাব উদ্দিন, ভাটিয়ারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মহিউদ্দিন।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, রবিউল হোসেন, সাহাব উদ্দিন, জেলা ছাত্রদল নেতা মঞ্জু, জামায়াত নেতা নুর হোসেনসহ স্থানীয় জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাহানাবাদ ইমাম হোসেন জামে মসজিদের সভাপতি মাওলানা জাফর আহমেদ জাহানাবাদী।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

















