চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলে অবস্থিত একটি শিপব্রেকিং ইয়ার্ডে মোঃ ফারুক (৪৮) নামে এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।
রবিবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে পাইপ ফেটে এ ঘটনা ঘটে। আহত ফারুক শীতলপুর এলাকার বাসিন্দা এবং ওই ইয়ার্ডের কাটার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শীতলপুরে অবস্থিত কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের কাটার ফোরম্যান মোঃ ফারুক অন্যান্য দিনের মত অক্সিজেন গ্যাস দিয়ে কাটিংয়ের কাজ করছিলেন। দুপুরের খাবার খাওয়ার জন্য তিনি তড়িঘড়ি করে অক্সিজেন সরবরাহের মূল সুইচ ভুলে বন্ধ না করে পাইপের মুখের দিকে চেপে বন্ধ করার চেষ্টা করেন। এতে করে অক্সিজেন গ্যাসের অধিক চাপে পাইপটি মুহুর্তে ফেটে গিয়ে তিনি অগ্নিদ্গ্ধ হন। এ সময় ইয়ার্ডের অন্যান্য শ্রমিকরা ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এদিকে কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের হেলথ সেফটি এন্ড এনভাইরানমেন্টাল (এইচএসই) ম্যানেজার রঞ্জিত কুমার নাথ জানান, কিং স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে কাটার ফোরম্যান মোঃ ফারুক প্রতিদিনের মত কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেলে অগ্নিদ্গ্ধ হন।
তিনি আও বলেন, এ ঘটনার পর আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করিয়েছি। ইয়ার্ড কর্তৃপক্ষ তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে।