চট্টগ্রাম 1:28 am, Tuesday, 8 July 2025

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে খুন 

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনকে (৪৪) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়বকুণ্ড ইউনিয়নের রহমত নগর এলাকায় তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আজাদ হোসেন জানান, বাসায় ইফতার করে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী গরুর খামারে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলে নিহত হন তিনি। মোটরসাইকেল চালানো অবস্থায় দুর্বৃত্তদের অতর্কিত আক্রমণে ধারালো অস্ত্রের আঘাতে ঘাড় থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের বিশ্বস্ত ও স্পষ্টবাদী একজন রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই কাজ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, ‘একটি দলের নেত্রী ভারতে পালিয়ে থেকে দেশে বিএনপি নেতাদের হত্যার আদেশ দিয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের অবিলম্বে কঠোর বিচার দেখতে চাই।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের চৌকস টিম কাজ করছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বারইয়ারহাট পৌরসভায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে খুন 

Update Time : 01:09:38 am, Thursday, 27 March 2025

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিনকে (৪৪) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় বাড়বকুণ্ড ইউনিয়নের রহমত নগর এলাকায় তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই আজাদ হোসেন জানান, বাসায় ইফতার করে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী গরুর খামারে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তদের হামলায় ঘটনাস্থলে নিহত হন তিনি। মোটরসাইকেল চালানো অবস্থায় দুর্বৃত্তদের অতর্কিত আক্রমণে ধারালো অস্ত্রের আঘাতে ঘাড় থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল বলেন, ‘দুর্বৃত্তরা আমাদের বিশ্বস্ত ও স্পষ্টবাদী একজন রাজনৈতিক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। পালিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই কাজ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, ‘একটি দলের নেত্রী ভারতে পালিয়ে থেকে দেশে বিএনপি নেতাদের হত্যার আদেশ দিয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের অবিলম্বে কঠোর বিচার দেখতে চাই।’

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের চৌকস টিম কাজ করছে।’