সীতাকুণ্ডে গলায় ফাঁস দেওয়া রেহানা বেগম (৫৬) নামে এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াই টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
রেহানা বেগম সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সোনাইছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন যাবত কাজলী পাড়াস্থ মাহবুবুল হক চৌধুরীর ভাড়া বাসায় রেহানা বেগম বসবাস করতেন তার মায়ের সাথে। তার মা কয়েকদিন আগে মেয়ের বাড়ি সিলেটে যান। বুধবার দুপুর হওয়ার পরও ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে ঘরের জমিদার মাহবুবুল হক চৌধুরী বিষয়টি পুলিশকে অবহিত করলে বিকাল পৌনে ৪টার সময় পুলিশ ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান ওই নারী সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই কাওসার বলেন, গলায় ফাঁস দেওয়া এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















