চট্টগ্রামের সীতাকুণ্ডে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় গাড়ী চাপায় এক যুবক (৪০) নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টার সময় উপজেলার পৌরসদরস্থ ১নং ওয়ার্ডের নুনাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মহাসড়ক পার হচ্ছিলেন এক যুবক। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রব্বানী জানান, মহাসড়ক পার হওয়ার সময় এক ব্যক্তি দ্রুতগতির গাড়ী চাপায় নিহত হন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।