চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ছাদ বাগানিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কয়েকশ ছাদ বাগানির অংশগ্রহণে এ মেলা অনুষ্ঠিত হয়।
বেলা তিনটা পর্যন্ত চলা এ মিলনমেলায় ছাদ বাগানিদের নিজ উদ্যোগে করা বিভিন্ন ফলফলাদির গাছ ও ফলের স্টল শোভা পায়। এসময় ছাদে বাগান করতে গিয়ে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন বাগানিরা। উপস্থিত কৃষি অফিসার হাবিবুল্লাহ তাদের কথা শুনেন এবং বাগানের ফলন বাড়াতে নানা পরামর্শ দেন।
মেলার শুরুতে পাঁচটি ভাগে ভাগ করে বাগানিদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতার। এরপর সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কৃষি অফিসার হাবিবুল্লাহ বলেন, সীতাকুণ্ডের ছাদ বাগানিদের উৎসাহিত করতে এ মিলনমেলার আয়োজন করা হয়েছে। এটি সফল হলে কৃষিতে সীতাকুণ্ড আরও একধাপ এগিয়ে যাবে।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কৃষি তথ্য সার্ভিস এর সংগঠক সৌরভ বড়ুয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহ আলম, পিপাষ কান্তি চৌধুরী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাকিবুল আলম। সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইশতিয়াক আহমেদ।
ছাদ বাগানিদের মাঝে বক্তব্য রাখেন উদ্যোক্তা ও বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ইউসুফ, এমাদ উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম প্রমূখ।