সীতাকুণ্ডে “জুলাই স্মৃতি’ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৩টায় উপজেলা যুব ক্রীড়া বিভাগের উদ্যোগে সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে ও সেক্রেটারী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও চট্টগ্রাম-৪ আসনের এমপি মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আশরাফুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মেজবাহুল আলম রাসেল, মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমীর শহীদুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের অর্থ সম্পাদক সিবগাতুল্লাহ সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৬টি দল। উক্ত উদ্বোধনী খেলায় শহীদ ওসমান স্কোয়াড ২-০ গোলে শিবির সীতাকুণ্ড উত্তর শাখাকে পরাজিত করে।