চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌহদারহাটে জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ নভেম্বর) সংগঠনটির সলিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
সহায়তা তুলে দেন উত্তর জেলা জামায়াতের সংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সলিমপুর ইউনিয়ন জামায়াতের সেক্টেটারী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, ফৌজদারহাট ইউনিট জামায়াতের সভাপতি রেজাউর রহমান রাজু, জামায়াত নেতা হারুনুর রশিদ মহিউদ্দিন।
জামায়াত নেতা মাহবুবুর রহমান তারেকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আবু তৈয়ব সবুজ, ইঞ্জিনিয়ার আবু শোয়ব, মাস্টার রুবেল শাহ, মোহাম্মদ মনির উদ্দিন, মোঃ শাহাবুদ্দিন, মোহাম্মদ আলী আক্কাছ। জেলেপাড়ার প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন হিমাংশু, বাদল, মতিলাল জলদাস, সারথি, রবীন্দ্র দাস রূপম দাস, রঞ্জিত ও জহরলাল প্রমুখ।
উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবতাবাদী রাজনৈতিক দল। এদেশের মানুষের সুখে-অসুখে দলটি সবসময় পাশে ছিল, আছে এবং থাকবে।