বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্ম পরিচয় নিয়ে কুটুক্তিকারী ফোরকান আবুর পাশের চেয়ারে বসে থাকা সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, ২০১৩ সালে আওয়ামী লীগের তৎকালীন এমপি কাসেম মাস্টারের উপস্থিতিতে উপজেলার শহীদ মিনারে এক অনুষ্ঠানে তারেক রহমানের জন্ম নিয়ে প্রশ্ন তুলে অকথ্য ভাষায় গালমন্দ করেন ফোরকান আবু। তখন আওয়ামী ফ্যাসিবাদের মামলা-হামলা ও দমন-নিপীড়নে চাপে থাকা বিএনপির নেতারা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফোরকান আবুকে তীব্র সমালোচনা করেন। এরপর আবু দীর্ঘদিন গা ঢাকা দেয়।
গত ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর পরিচয় গোপন করে ফের জনসমক্ষে আসেন ফোরকান আবু। ৮ আগস্ট তার আয়োজিত এক অনুষ্ঠানে তার পাশে গা ঘেষে দেখা যায় বিএনপির সীতাকুণ্ড উপজেলা আহবায়ক ডা. কমল কদরকে। মুহূর্তেই এ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমেও তারেক জিয়াকে কুটুক্তির বিষয়টি ফলাও করে প্রকাশিত হয়েছে। বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য জহুরুল আলম জহুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দল যখন কঠিন সময় পার করছিল, তখন ফোরকান আবু তারেক রহমানকে নিয়ে যে আপত্তিকর কথা বলেছিলেন, তা মুখে বলার মতো নয়। এখন তিনি ভোল পাল্টে বিএনপি বা এর অঙ্গসংগঠনকে ধোঁকা দিতে চাইছেন, যা মেনে নেওয়া যায় না। তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে ডা. কমল কদরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফোরকান আবু যে তারেক রহমানের জন্ম পরিচয় নিয়ে কুটুক্তি করেছেন এটি আমার জানা ছিল না।