সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা আশীষ কুমার চৌধুরী মৃত্যুবরণ করেছেন। আজ রবিবার (২৮ মে) ভোর সাড়ে ছয়টায় সীতাকুণ্ড পৌরসভার কলেজ রোড়স্থ নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আশীষ কুমার চৌধুরী আশির দশকে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্র থাকাকালীন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে কলেজ ছাত্রলীগের নেতৃত্বও দিয়েছেন তিনি।
এরপর ১৯৮৬ সাল থেকে দীর্ঘ সময় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার সময়ে সভাপতি ছিলেন মৎস্য অধিদপ্তরের সাবেক উপ-সহকারী পরিচালক ছাত্রনেতা আ জ ম বদরুল হাসান। আওয়ামী লীগের দুঃসময়ে, আন্দোলন-সংগ্রাম, ত্যাগ-তীতিক্ষায় ছাত্রলীগ নেতা আশীষ কুমার চৌধুরী ছিলেন নিবেদিত প্রাণ।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব উদ্দিন সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মৃত্যুকালে তিনি এক ছেলে, ৩ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুরে সীতাকুণ্ড উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।