চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এবং সহকারী শিক্ষিকার রঞ্জনা শ্রী ভৌমিক এর অবসর জনিত বিদায়ী উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান বিদায়ী দুই শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও পুরুস্কার প্রধান করেন অতিথি বৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতাসদস্য ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা মন্ডলীদেরও সম্মাননা দেওয়া হয় ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৩৫০জনের রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনা লক্ষের বিষয়ে কাজ করেন।
এতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স সোসাইটির এ্যাডমিন এস কে টিপু, আলী আকবর, কার্যকরি সদস্য রবিউল হোসেন, মোহাম্মদ বিপু, হারুনর রশীদ ,ইমন হোসেন, মোহাম্মদ বেলাল সহ-কার্যকরী সদস্য মোঃ সাইফ, হাঃআরমান, আনাস প্রমুখ
রোববার সকাল ১১টায় স্কুল মাঠে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সভাপতি মো. বেলাল হুসাইন এর সভাপতিত্বে এবং প্রাক্তন সহ-সভাপতি সুমন দাস ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন চৌধুরী’র পরিচালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হাসান আল মামুন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুরী। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড ও শিক্ষকরা হলেন এই মেরুদন্ড গড়ার কারিগর। শিক্ষকদের বলা হয় জ্ঞানের ফেরিওয়ালা। ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে মানুষকে ভালোবেসে অকৃপণভাবে মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ে তুলতে পারে শিক্ষক। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়তে অগ্রণী ভূমিক রাখছেন। আজকে যারা বিদায় নিচ্ছেন তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম তাদের শিক্ষাকতার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে আজ সুনামের সাথে দেশ ও বিদেশে বিশেষ অবদান রাখছেন। তিনি এ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর এবং সিনেট সদস্য ডক্টর সুকান্ত ভট্টাচার্য। তিনি বলেন, শিক্ষকতা হচ্ছে পৃথিবীর প্রাচীন পেশাগুলোর একটি। ন্যায়-বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে শিক্ষকদের ভূমিকা অনন্য। সমাজের ভালো কাজ করার জন্য শিক্ষকদের প্রয়োজন। জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আর সেটা করবে একজন শিক্ষক। শিক্ষকরাই শিক্ষার্থীদের ন্যায়-অন্যায়, সৎ পথ, সঠিক পথের নিদের্শনা প্রদান করে থাকেন।
সত্য-অসত্য, দেশের স্বার্থ এবং দেশের উন্নয়নের করণীয় সব বিষয়গুলো তাদের কাছে পৌঁছে দেবে একজন দায়িত্ববান শিক্ষক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা ডাক্তার কমল কদর, কাজী মো. মহিউদ্দিন, স্কুলের দাতা সদস্য আলহাজ নুরুদ্দিন রুবেল সিআইপি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী, আজীবন দাতা সদস্য জহুরুল আলম, ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টা গিয়াসুল মাহমুদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলামসহ উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সকল সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, বিভিন্ন স্কুল কমিটির সভাপতি, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, এ্যাডমিন এস কে টিপু, আলী আকবর, কার্যকরি সদস্য রবিউল হোসেন, মোহাম্মদ বিপু, হারুনর রশীদ ,ইমন হোসেন, মোহাম্মদ বেলাল সহ-কার্যকরী সদস্য মোঃ সাইফ, হাঃআরমান, আনাস প্রমুখ