সীতাকুণ্ডে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বিজয় দেবনাথ (২৫) নামে এক যুবককে পুলিশে দিলেন ছাত্রজনতা।
গতকাল শনিবার বিকালে পৌরসভার কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিজয় দেবনাথ দক্ষিণ মহাদেবপুর ৫ নং ওয়ার্ডের সুনীল দেবনাথের পুত্র।
জানা যায়, বিজয় দেবনাথ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও হযরত মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে কটূক্তি করা বিতর্কিত ব্লগার আসাদ নুরের জন্মদিন উপলক্ষে সমর্থনসূচক পোস্ট শেয়ার করেছেন। এছাড়া আসাদ নুরের পুরনো ইসলামবিদ্বেষী পোস্টগুলোকেও সমর্থন জানান। অভিযোগ রয়েছে, তিনি সিগারেটে আরবী হরফ লেখা কিছু অংশ পুড়িয়ে পান করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা আসাদুজ্জামান আসাদ বলেন, বিজয় দেবনাথ আমাদের ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে কটূক্তি করেছে তাই তাকে আটক করে পুলিশের কাছে দিয়েছে ছাত্রজনতা।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা ভট্টাচার্য সাগর জানান, ৫ই আগস্টের পর সীতাকুণ্ডে কোন সনাতনী ধর্মের মানুষ নির্যাতনের স্বীকার হয়নি। ভারতীয় গণমাধ্যমে যে সংবাদ প্রচার করা হয়েছে হিন্দুদের বাড়ী ঘরে হামলা ও তাদের ওপর অত্যাচারের বিষয়টি সত্য নয়।
সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সমাজে অস্তিরতা সৃষ্টি করার অপরাধে আটক বিজয় দেবনাথকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে রাসূল (সা:) কে কটূক্তির প্রতিবাদে গত শনিবার রাতে সীতাকুণ্ড পৌরসদর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে তাওহীদি জনতা।
অপরদিকে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে রিপাবলিক বাংলা নামে একটি ভারতীয় টিভি চ্যানেল সীতাকুণ্ডে হিন্দুদের বাড়ী-ঘর ও তাদের ওপর অত্যাচার চালাচ্ছে এই শিরোনামে একটি মিথ্যা সংবাদ প্রচার করেছে।