চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি নকল আইসক্রিম উৎপাদন কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর আড়াই টার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় কার্যালয় ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
উক্ত মোবাইল কোর্টে আইসক্রিম উৎপাদনকারী একটি বেনামী প্রতিষ্ঠানকে বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম পণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ১০০ কার্টুন কাপ ও বার আইসক্রিম এবং ২০০ প্যাকেট আইসললি পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগের প্রেক্ষিতে এখানে এসেছিলাম। সে অভিযোগের সত্যতা পেয়েছি। এখানে যে শ্রমিকরা কাজ করে তাদের কাউকে পায়নি। কিন্তু এখানে যে শ্রমিকরা কাজ করছে তাদের প্রমাণগুলো রয়ে গেছে। ফ্যাক্টরী যে চালু ছিল তা বোঝা যাচ্ছে। মালিক এখানে নাই। সবচেয়ে আচার্যজনক বিষয় হলো নামী-দামী প্রতিটি প্রতিষ্ঠানের নকল মোড়ক এখানে তৈরী হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মালিকও এর সাথে জড়িত আছে। আমরা মালিককে খোঁজে বের করার চেষ্টা করছি। তবে এই প্রতিষ্ঠানকে আমরা সামনের দিনেও মনিটরিংয়ে রাখব, যাতে এই কাজ এই জায়গা থেকে আর করতে না পারে। আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত মোবাইল কোর্টে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিস এর পক্ষে অংশগ্রহণ করেন সহকারী পরিচালক (সিএম) রিগ্যান বৈদ্য, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী সজীব চৌধুরীসহ সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম।