চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘নডালিয়া বিচ ক্যাম্প টুয়েন্টিফোর’ নামে একটিু নতুন সমুদ্র সৈকতের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া গ্রামের নয়াভিরাম সমুদ্র উপকূলে এ সৈকতের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সীতাকুণ্ডের পর্যটন শিল্পে আরও একটি নতুন সৈকতের সংযোজন হলো।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে জোড় বটতল নামক এলাকার পশ্চিম পাশে সৈকতটির অবস্থান। জোড় বটতল সড়ক ধরে অটোরিকশায় মাত্র ১০ মিনিটেই পৌঁছানো যায় সৈকতে। উদ্বোধনের দিন বিকালে সেখানে গিয়ে দেখা যায়, শত শত স্থানীয় পর্যটকের ভিড়।
বেড়িবাঁধ থেকে বিস্তৃত এলাকাজুড়ে সবুজ ঘাসে মোড়ানো সৈকতটি প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি। দক্ষিণে একটি ছোট খাল এঁকেবেঁকে নদীতে মিশেছে, উত্তরে কেওড়া বন যেখানে মাঝে মাঝে বন্য হরিণ ছুটোছুটি করে। উপকূলে আছড়ে পড়ছে নদীর ঢেউ, যেন সবুজের বুকে রুপালি ঝিলিক। দৃশ্যটি অনেকটাই সীতাকুণ্ডের বিখ্যাত গুলিয়াখালী সমুদ্র সৈকতের কথা মনে করিয়ে দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও পর্যটকদের কণ্ঠে প্রকৃতির এই সৌন্দর্যের প্রশংসা শোনা যায়। প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর বলেন, নডালিয়া বিচ টুয়েন্টিফোর দেশের পর্যটন শিল্পে একটি নতুন সংযোজন। সীতাকুণ্ডের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো এই সৈকতও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মহাসড়ক থেকে সৈকতে যাতায়াতের সড়কটির জরুরি সংস্কার প্রয়োজন। দেশি-বিদেশি পর্যটকরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে জন্য প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত ভূমিকা রাখতে হবে।
বাড়বকুণ্ড ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছানা উল্ল্যাহ ছুট্টুর সভাপতিত্বে ও কাজী মেহেদী হাসান আসিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম বদরুল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি লোকমান হোসেন রকিব, শেখের হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তারেক মাহমুদ রুবেল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন জসিম, পৌর যুবদল নেতা তানভীর ফয়সাল, মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান শাকিলসহ প্রমুখ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















