চট্টগ্রামের সীতাকুণ্ডে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সীতাকুণ্ড উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ফ্যাসিবাদমুক্ত সীতাকুণ্ড প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতেকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর-বেলুন উড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, গালর্স গাইর্ড, ক্যাডেট কোর, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম’র সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফন নেছা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ্’র যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মহরম আলী, আব্দুল মান্নান।
সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে ইউএনও মোঃ ফখরুল ইসলাম বলেন, যদি মুক্তিযোদ্ধ না হতো তাহলে ইউএনও হিসাবে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারতাম না। আপনাদের সহযোগিতায় বাংলাদেশকে একটি স্মার্ট, উন্নত এবং আধুনিক বিশ্বে পরিণত করতে পারবো। আমরা নতুন প্রজন্ম যারা রয়েছি এবং আপনাদের পরবর্তী প্রজন্ম আমরা আশ্বাস দিচ্ছি আপনাদের শিখানো পথ ধরে আপনাদের আদর্শকে সমুন্নত রেখে আমরা যেন ভবিষ্যত বাংলাদেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ্, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ প্রমুখ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















