গোপন তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের ফৌজদারহাট-বায়েজীদ লিংক রোড এলাকার জঙ্গল লতিফপুর স্থানে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
রবিবার (৩ আগস্ট) উক্ত অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অভিযানে পাহাড় কাটায় জড়িত থাকার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় বাঁশখালী থানার সাধনপুর এলাকার আইচবাড়ীর বাসিন্দা অজিত আইচ এর পুত্র অমিত আইচ কে এক লক্ষ টাকা জরিমানা করে এবং তা তাৎক্ষণিক আদায় করা হয় এবং স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, অবৈধভাবে পাহাড় কাটার গোপন সংবাদ পেয়ে জঙ্গল লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তা নগদ আদায় করা হয় এবং স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া তিনি ভবিষ্যতে পাহাড় কাটবেন না মর্মে লিখিত স্বীকারোক্তি প্রদান করেন।
মোবাইল কোর্ট অভিযানে সহযোগীতা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম।