চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় বিকাশ আচার্য্য নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন।
সোমবার (২৬ মে) সকাল ৭টায় উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিকাশ আচার্য্য সুলতানা মন্দির এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। একই দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বলে, বিকাশ আচার্য্য জিপিএইচ শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীদের বহনে নিয়োজিত লেগুনা চালাতেন। সকালে লেগুনাটি সুলতানা মন্দির বাসস্ট্যান্ডের সামনে রেখে লেগুনার পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা তাকেসহ লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ী দুটিও জব্দ করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 



















