চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৪) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে সেলোয়ার-কামিজ ছিল। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সালামত উল্ল্যাহ’র পুকুর থেকে লাশটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোটপানা ভর্তি পুকুরে ক্ষতবিক্ষত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়া হয়। পরে পুলিশ এসে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে লাশটি আনুমানিক ৭/৮ দিন আগের।
বিষটি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পূর্ব সৈয়দপুর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
উল্লেখ্য যে, এনিয়ে গত চার দিনে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থান থেকে অজ্ঞাত ৩টি লাশ উদ্ধার করেছে পুলিশ। যার কারণে পুরো উপজেলা জুড়ে মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।