সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনকে নিয়ে বিরূপ মন্তব্য করে একটি পোস্ট করার অভিযোগে থানায় জিডি করা হয়েছে। গত শুক্রবার রাতে মোঃ আলাউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেন। জিডি নং- ১৩৫৮।
জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৯টার সময় “জনতার বাংলাদেশ” নামে একটি ফেক আইডি থেকে মোঃ আলাউদ্দিন আওয়ামী লীগের বাড়ীতে হামলা ও ভয় দেখিয়ে টাকা পয়সা নিচ্ছে বলে মিথ্যা পোস্ট করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ অপপ্রচারে তার সম্মানহানি হয়।
ঘটনার বিষয়ে মোঃ আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফেক আইডির মিথ্যা প্রোপাগান্ডায় কেউ বিভ্রান্ত হবেন না। ৫ আগস্ট দেশে নতুন স্বাধীনতার পর থেকে সীতাকুণ্ডে ফেক আইডি দিয়ে অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে মানহানিকর পোস্ট করা হচ্ছে। একই ভাবে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার সম্মানহানি করার জন্য এই ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ীতে হামলা ও ভয় দেখিয়ে টাকা পয়সা নিচ্ছি বলে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। যার কোন ভিত্তি নেই। আমি দীর্ঘদিন থেকে পরিচ্ছন্নভাবে রাজনীতি করে আসছি। তাই আমি এমন মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।