চট্টগ্রাম 10:29 pm, Saturday, 8 November 2025

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

প্রধান অতিথি অধ্যাপক আসলাম চৌধুরী তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা তুলে ধরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই গণতন্ত্র আজ আবার হুমকির মুখে। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। তৃণমূলের মতামতই বিএনপির প্রাণ। সেই মতামতকে অগ্রাহ্য করা মানে দলের ভিত দুর্বল করা।

সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরছালিন ও উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, ১নং সৈয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ্, বীরমুক্তিযোদ্ধা মহরম আলী, এ্যাড. রওশন আরা, নাজমুন নাহার নেলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, যিনি চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন পেয়েছেন, তিনি কখনোই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি। বরং তৃণমূলের ঐক্যের বাইরে গিয়ে এমন মনোনয়ন চাপিয়ে দেওয়া হয়েছে, যা দলীয় গণতন্ত্রের স্পষ্ট লঙ্ঘন। দলের প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে মূল্য না দিলে বিএনপির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

বক্ততারা আক্ষেপ করে বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ভুল জায়গায় এমন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই কাজী সালাউদ্দিন রাজনৈতিক জীবনে কখনো পুলিশের হাতে গ্রেপ্তার হয়নি, এমনকি জেল খাটা তো দূরের কথা, কখনও জেল গেইটেও যায়নি। কেন্দ্রের চাপিয়ে দেওয়া এই কাজী সালাউদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তৃণমূলের নেতাকর্মীদের দুঃসময়ে তাদের পাশে ছিলেন না। তাছাড়াও এই কাজী সালাউদ্দিন কারাগারে গিয়ে কোনো নেতাকর্মীর খোঁজখবর পর্যন্ত নেয়নি।

সমাবেশে তৃণমূল নেতারা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে দেওয়া মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কেন্দ্রের চাপিয়ে দেওয়া দলের নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন কাজী সালাউদ্দিনকে তৃণমূল কোনভাবেই মেনে নেবে না। আমরা অধ্যাপক আসলাম চৌধুরী ব্যতীত কাউকে প্রার্থী হিসেবে মানি না। কেন্দ্রে বসে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বিএনপির তৃণমূলকে অপমান করার শামিল।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ সিদ্দিক, ১০নং উত্তর কাট্টলী বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিক উদ্দিন, সদস্য সচিব মোঃ সেলিম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহবায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, খ. ম. নাজিম উদ্দিন, জাফর আহমদ ভূঁইয়া, ইদ্রিস মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক  ফজলুল করিম চৌধুরী, ছাত্রদল নেতা কোরবান আলী শাহেদ, মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক ফেরদৌস আলম, আকবরশাহ স্বেচ্ছাসেবক দলেরব হাসান মাহমুদ, সদস্য সচিব তৌসিফসহ প্রমুখ।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম মহানগরের দুই নাম্বার গেইটে অবস্থিত বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইসলামিক স্টাডিজ ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

Update Time : 08:29:20 pm, Saturday, 8 November 2025

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

গতকাল শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ উপজেলা ও পৌর শাখার আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

প্রধান অতিথি অধ্যাপক আসলাম চৌধুরী তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা তুলে ধরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই গণতন্ত্র আজ আবার হুমকির মুখে। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। তৃণমূলের মতামতই বিএনপির প্রাণ। সেই মতামতকে অগ্রাহ্য করা মানে দলের ভিত দুর্বল করা।

সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরছালিন ও উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, ইউসুফ নিজামী, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহম্মদ সলু, ১নং সৈয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ্, বীরমুক্তিযোদ্ধা মহরম আলী, এ্যাড. রওশন আরা, নাজমুন নাহার নেলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, যিনি চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন পেয়েছেন, তিনি কখনোই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি। বরং তৃণমূলের ঐক্যের বাইরে গিয়ে এমন মনোনয়ন চাপিয়ে দেওয়া হয়েছে, যা দলীয় গণতন্ত্রের স্পষ্ট লঙ্ঘন। দলের প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে তৃণমূলের মতামতকে মূল্য না দিলে বিএনপির অস্তিত্বই হুমকির মুখে পড়বে।

বক্ততারা আক্ষেপ করে বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের মতামতকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ভুল জায়গায় এমন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এই কাজী সালাউদ্দিন রাজনৈতিক জীবনে কখনো পুলিশের হাতে গ্রেপ্তার হয়নি, এমনকি জেল খাটা তো দূরের কথা, কখনও জেল গেইটেও যায়নি। কেন্দ্রের চাপিয়ে দেওয়া এই কাজী সালাউদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তৃণমূলের নেতাকর্মীদের দুঃসময়ে তাদের পাশে ছিলেন না। তাছাড়াও এই কাজী সালাউদ্দিন কারাগারে গিয়ে কোনো নেতাকর্মীর খোঁজখবর পর্যন্ত নেয়নি।

সমাবেশে তৃণমূল নেতারা দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে দেওয়া মনোনয়ন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় কেন্দ্রের চাপিয়ে দেওয়া দলের নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন কাজী সালাউদ্দিনকে তৃণমূল কোনভাবেই মেনে নেবে না। আমরা অধ্যাপক আসলাম চৌধুরী ব্যতীত কাউকে প্রার্থী হিসেবে মানি না। কেন্দ্রে বসে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বিএনপির তৃণমূলকে অপমান করার শামিল।

এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ সিদ্দিক, ১০নং উত্তর কাট্টলী বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিক উদ্দিন, সদস্য সচিব মোঃ সেলিম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহবায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, খ. ম. নাজিম উদ্দিন, জাফর আহমদ ভূঁইয়া, ইদ্রিস মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক  ফজলুল করিম চৌধুরী, ছাত্রদল নেতা কোরবান আলী শাহেদ, মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক ফেরদৌস আলম, আকবরশাহ স্বেচ্ছাসেবক দলেরব হাসান মাহমুদ, সদস্য সচিব তৌসিফসহ প্রমুখ।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম মহানগরের দুই নাম্বার গেইটে অবস্থিত বিপ্লব উদ্যানে শহীদ জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।