চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেলে জেলা ও উপজেলা নেত্রীবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু। উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান। এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম,তাজুল ইসলাম নিজামী। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ মিয়া। সীতাকুণ্ড উপজেল আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী। ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদাকাত উল্ল্যাহ মিয়াজি। সীতাকুণ্ড উপজেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন। সীতাকুণ্ড উপজেল আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম মিয়াজী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, ২ নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়া মীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক বাবু বিমল চন্দ্র দে সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, এর অন্যান্য নেতৃবৃন্দ।