চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ভারতীয় নাগরিকের সাথে বিয়ের ধুমধাম আয়োজন চলছিল এক কিশোরীর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন এর হস্তক্ষেপেই বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ১৪ বছর বয়সী ওঔ কিশোরী।
জানা যায়, মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া (বাদামতল) এলাকায় ভারতীয় নাগরিক সুশান্ত নাথ (২৭) সাথে বাংলাদেশী নাগরিক শান্তা নাথ (১৪) বিয়ের আয়োজন করে কন্যার পরিবার। এমন সংবাদে তাৎক্ষণিক ওই বাড়ীতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এ সময় কিশোরীর পরিবারকে ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়।
সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাল্য বিবাহের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করি। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় মেয়ের পরিবারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কন্যার মা-বাবাসহ অভিযুক্তদের সতর্ক করা হয়েছে।