গ্রীন সীতাকুণ্ড গড়তে উপজেলা জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বিভিন্ন ইউনিয়নের যুব প্রতিনিধিদের মাঝে নানা ধরনের ফলজ, বনজ ও ঔষুধী চারা বিতরণের মাধ্যমে “বৃক্ষরোপণ অভিযান” এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
এসময় তিনি বলেন, “সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষায় অপরিসীম ভূমিকা রাখে। তাই আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, প্রতি বছর অন্তত কয়েকটি গাছ রোপণ ও লালন করা।” তিনি ঘোষণা দেন যে, সারা উপজেলার সকল নেতা ও কর্মীরা অন্তত দুইটি করে গাছ রোপণ করবেন এবং জনসাধারণকেও বছরের এই অনুকূল সময়ে গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারী মোহাম্মাদ তাহের, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল হুদা, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী তৌহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, আগামীকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও রাস্তার পাশে একমাস ব্যাপী এই কার্যক্রম চলবে।