সীতাকুণ্ডে ব্যাসকুণ্ড পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে ওঠার কথা থাকলেও পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকোপার্কের সহস্রধারা পর্যন্ত ভ্রমণ করেন। সেখান থেকে বেলা সাড়ে ৫টায় সীতাকুণ্ডের ব্যাসকুণ্ড পরিদর্শনে যান।
এসময় ডিসি ফরিদা খানম বলেন, সীতাকুণ্ডের সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের যে তীর্থ স্থান এই চন্দ্রনাথ মন্দির তা আমাদেরকে রক্ষা করতে হবে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বিষয়ে, সস্প্রীতি বজায় রাখার জন্য যা কিছু করার প্রয়োজন তা করবো। এই ঐতিহাসিক ও মহাতীর্থ চন্দ্রনাথ ধাম মন্দির নিয়ে সম্প্রতি ছড়ানো গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার), সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান প্রমুখ।