সীতাকুণ্ডে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, মোড়কবিহীন এবং মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা বিভিন্ন দুগ্ধজাত পণ্য বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই বিক্রি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ভাবির হোটেল’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার উত্তর বাইপাস এলাকায় অবস্থিত ওই হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।
অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম জানান, ওই হোটেলে লাইসেন্স ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করা হচ্ছে। এছাড়াও মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া মিষ্টি, দই ও ঘি বিক্রি করা হচ্ছিল। এতে ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি ছিল। এই অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়মের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, নিরাপদ ও মানসম্মত খাদ্য প্রস্তুত নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















