চট্টগ্রাম 10:40 pm, Monday, 13 October 2025

সীতাকুণ্ডে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে পচা অবস্থায় একটি মৃত ইরাবতী ডলফিন উপকূলে ভেসে এসেছে।

গতকাল বুধবার সৈকতে থাকা দোকানগুলোর পেছনে মৃত ডলফিনটি দেখা যায়৷ গত মঙ্গলবার রাতে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যায় বন বিভাগ ডলফিনের মৃতদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা রনি আলী নিশ্চিত বলেন, ডলফিনটিকে পরে সমুদ্র সৈকতের কাছে পুঁতে ফেলা হয়েছে।

তিনি বলেন, স্থানীয়রা বিকালে আমাদের জানান, “আমরা যখন পৌঁছাই, তখন প্রায় পাঁচ ফুট লম্বা একটি পচা ইরাবতী ডলফিন দেখতে পাই। মৃতদেহটি পচতে শুরু করেছিল, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।

তিনি আরও বলেন, দূষণ রোধ করার জন্য স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বন বিভাগ মৃতদেহটি সমুদ্র সৈকতের কাছে পুঁতে ফেলেছে।

ইরাবতী ডলফিন (অরকেলা ব্রেভিরোস্ট্রিস) একটি ইউরিহ্যালাইন প্রজাতি-লবণাক্ত এবং স্বাদু পানি উভয় ক্ষেত্রেই বেঁচে থাকতে সক্ষম – এবং সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরের উপকূলীয় জল, মোহনা এবং নদীর মোহনায় পাওয়া যায়।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর অধীনে, প্রজাতিটি তফসিল ১-এ তালিকাভুক্ত এবং বাংলাদেশে সুরক্ষিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সীতাকুণ্ডে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

Update Time : 01:45:25 pm, Thursday, 9 October 2025

সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে পচা অবস্থায় একটি মৃত ইরাবতী ডলফিন উপকূলে ভেসে এসেছে।

গতকাল বুধবার সৈকতে থাকা দোকানগুলোর পেছনে মৃত ডলফিনটি দেখা যায়৷ গত মঙ্গলবার রাতে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যায় বন বিভাগ ডলফিনের মৃতদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা রনি আলী নিশ্চিত বলেন, ডলফিনটিকে পরে সমুদ্র সৈকতের কাছে পুঁতে ফেলা হয়েছে।

তিনি বলেন, স্থানীয়রা বিকালে আমাদের জানান, “আমরা যখন পৌঁছাই, তখন প্রায় পাঁচ ফুট লম্বা একটি পচা ইরাবতী ডলফিন দেখতে পাই। মৃতদেহটি পচতে শুরু করেছিল, তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।

তিনি আরও বলেন, দূষণ রোধ করার জন্য স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বন বিভাগ মৃতদেহটি সমুদ্র সৈকতের কাছে পুঁতে ফেলেছে।

ইরাবতী ডলফিন (অরকেলা ব্রেভিরোস্ট্রিস) একটি ইউরিহ্যালাইন প্রজাতি-লবণাক্ত এবং স্বাদু পানি উভয় ক্ষেত্রেই বেঁচে থাকতে সক্ষম – এবং সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরের উপকূলীয় জল, মোহনা এবং নদীর মোহনায় পাওয়া যায়।

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর অধীনে, প্রজাতিটি তফসিল ১-এ তালিকাভুক্ত এবং বাংলাদেশে সুরক্ষিত।