আসন্ন মাহে রমজানের ঠিক আগ মুহূর্তে সীতাকুণ্ড পৌরসদরে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। বুধবার (৬ মার্চ) বিকালে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।
এ সময় তিনটি গ্যাস সিলিন্ডার বিক্রি দোকান ও তিনটি খাবার হোটেলকে সর্বমোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হল জাফর ইলেকট্রিক, বেলাল পোল্ট্রি, জে এ এন্টারপ্রাইজ, মায়াবী হোটেল, ভাই ভাই হোটেল ও সাগর ভাতের হোটেল।
অভিযানে ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল আলম দুলাল, আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক জাহাঙ্গীর আলম ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, সীতাকুণ্ডে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।