সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত (৬০) এক পথচারী নিহত হয়েছে। তার মাথা থেঁতলে যাওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় উপজেলার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই ব্যক্তি মহাসড়ক পার হওয়ার এসময় একটি দ্রুতগামী গাড়ী তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ জাকির রব্বানী জানান, এক পথচারী সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় নিহত হন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। মাথা থেঁতলে যাওয়ায় স্থানীয়রা কেউ তাকে চিনতে পারছে না। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।