চট্টগ্রাম 5:37 am, Thursday, 7 August 2025

সীতাকুণ্ডে মিলিটারি একাডেমী থেকে মুজিবের মূর্তি সরাতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী মিলিটারি একাডেমী অভ্যন্তরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণে ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ভাটিয়ারী বাজার অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ দাবী জানান। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বাংলাদেশ মিলিটারি একাডেমীর মূল ফটকের সামনে আসে। পরে তারা সড়কের দুইপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন এবং তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু শেখ মুজিব ক্ষমতায় বসে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করে । একই কায়দায় তার মেয়ে শেখ হাসিনা প্রতিষ্ঠা করে স্বৈরাচার। অসংখ্য ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত হয় ৫ আগস্ট নতুন স্বাধীনতা। ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু সীতাকুণ্ডের ভাটিয়ারি মিলিটারি একাডেমীতে আজও পতিত স্বৈরাচার হাসিনার পিতার মূর্তি রয়ে গেছে। সেটি অবিলম্বে সরাতে হবে। আমরা কিছুতেই এটি এখানে দেখতে চায় না। সেইসাথে সারাদেশে রয়ে যাওয়া বাকশালের চিহ্ন, ছবি কিছুই রাখা যাবেনা।

শিক্ষার্থী নাজিম উদ্দিন বলেন, আমরা সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে এই দাবি তুলে ধরেছি। মিলিটারি একাডেমীর ভেতরে বঙ্গবন্ধু কমপ্লেক্স নামে যেই বিশাল ভাস্কর্য রয়েছে সেটি অপসারণ করতে হবে। এটাই আমাদের দাবি, ২৪ ঘন্টার সময় দিয়েছি আমরা এটি সরাতে। অন্যথায় ছাত্র সমাজ তাদের সিদ্ধান্ত নেবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সাইফুল ইসলাম, আজিজুর রহমান আজিজ, নাজিম উদ্দিন, রবিউল হাসান সোহান, সাজ্জাদ হোসেন আসিফ, সাহেদ আকবর পিয়াল, মো ইমরান, ইয়াকুব আলী বাবলু,আরাফাত হোসেন, জয়নাল আবেদিন, শওকত আলী, সাব্বির জাহান সনি, মুরাদ, অপু, খোরশেদ আলম, মামুন, সৌহরাব হোসাইন, ইকবাল হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড জামায়াতের সাবেক আমীর তৌহিদুল হক স্থায়ীভাবে বহিষ্কার

সীতাকুণ্ডে মিলিটারি একাডেমী থেকে মুজিবের মূর্তি সরাতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

Update Time : 07:20:58 pm, Friday, 30 August 2024

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী মিলিটারি একাডেমী অভ্যন্তরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণে ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় ভাটিয়ারী বাজার অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ দাবী জানান। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বাংলাদেশ মিলিটারি একাডেমীর মূল ফটকের সামনে আসে। পরে তারা সড়কের দুইপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন এবং তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু শেখ মুজিব ক্ষমতায় বসে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে একনায়কতন্ত্র কায়েম করে । একই কায়দায় তার মেয়ে শেখ হাসিনা প্রতিষ্ঠা করে স্বৈরাচার। অসংখ্য ছাত্র জনতার প্রাণের বিনিময়ে অর্জিত হয় ৫ আগস্ট নতুন স্বাধীনতা। ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু সীতাকুণ্ডের ভাটিয়ারি মিলিটারি একাডেমীতে আজও পতিত স্বৈরাচার হাসিনার পিতার মূর্তি রয়ে গেছে। সেটি অবিলম্বে সরাতে হবে। আমরা কিছুতেই এটি এখানে দেখতে চায় না। সেইসাথে সারাদেশে রয়ে যাওয়া বাকশালের চিহ্ন, ছবি কিছুই রাখা যাবেনা।

শিক্ষার্থী নাজিম উদ্দিন বলেন, আমরা সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে এই দাবি তুলে ধরেছি। মিলিটারি একাডেমীর ভেতরে বঙ্গবন্ধু কমপ্লেক্স নামে যেই বিশাল ভাস্কর্য রয়েছে সেটি অপসারণ করতে হবে। এটাই আমাদের দাবি, ২৪ ঘন্টার সময় দিয়েছি আমরা এটি সরাতে। অন্যথায় ছাত্র সমাজ তাদের সিদ্ধান্ত নেবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সাইফুল ইসলাম, আজিজুর রহমান আজিজ, নাজিম উদ্দিন, রবিউল হাসান সোহান, সাজ্জাদ হোসেন আসিফ, সাহেদ আকবর পিয়াল, মো ইমরান, ইয়াকুব আলী বাবলু,আরাফাত হোসেন, জয়নাল আবেদিন, শওকত আলী, সাব্বির জাহান সনি, মুরাদ, অপু, খোরশেদ আলম, মামুন, সৌহরাব হোসাইন, ইকবাল হোসেন।