চট্টগ্রামের সীতাকুণ্ডে হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননার অভিযোগে বিজয় দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৯ আগস্ট) তাকে বৈষম্যবিরোধী ছাত্ররা আটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর গতকাল রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এতে আরও তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এ সময় ছাত্ররা বিজয়ের মোবাইল ফোন তল্লাশী চালিয়ে জঙ্গি সংগঠন ইসকনের সাথে তার সম্পৃক্ততার প্রমাণ পায়। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের একটি ইসকন গ্রুপে তার সক্রিয় উপস্থিতি ধরা পড়ে।
ওই গ্রুপে সীতাকুণ্ডের তিন সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস, সৌমিত্র চক্রবর্তী ও লিটন কুমার চৌধুরীকেও পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এই গ্রুপে দেশবিরোধী ও ইসলামবিরোধী নানা পোস্ট করে আসছেন।
ঘটনাটি স্থানীয় পর্যায়ে উত্তেজনা সৃষ্টি করলেও, ভারতের রিপাবলিক বাংলা চ্যানেল তা বিকৃত করে ‘হিন্দু নির্যাতন’ শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে। এতে শুধু আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, বরং স্থানীয়ভাবে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার ঝুঁকিও তৈরী হয়েছে।
রবিবার দুপুরে সীতাকুণ্ডে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্ররা তিন সাংবাদিকের বিরুদ্ধে ইসকন সম্পৃক্ততা ও দেশবিরোধী গুজবের অভিযোগ আনেন।
সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা নাফিস হাসান অভিযোগ করেন, কৃষ্ণ চন্দ্র দাস ইসকনের নেতৃত্ব দিচ্ছেন এবং গ্রুপে লিখেছেন সীতাকুণ্ডে ইসকন মুভ করলে সমস্যা কোথায়? ইসকনকে চন্দ্রনাথ পাহাড়ে আশ্রয় দিতে হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রামে এ্যাডভোকেট আলিফ হত্যা মামলার বিরুদ্ধে ছাত্র সমাজের আন্দোলন দমন করতে গ্রুপে মিছিলের ডাক দিয়েছিলেন সৌমিত্র চক্রবর্তী এবং ছাত্রদের প্রতিবাদকে ‘সাম্প্রদায়িক অপশক্তি’ আখ্যা দিয়ে প্রতিরোধের আহ্বান জানান।
এমনকি ২০২৪ সালে ফেনীর বন্যা নিয়ে কৃষ্ণ চন্দ্র দাস মন্তব্য করেছিলেন, হাসমু না কান্দুম বুঝতে পারছি না, ভারত নাকি বাংলাদেশের উপর প্রস্রাব করে দিয়েছে।
নাফিস বলেন, এটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নয়, বরং দেশবিরোধী গুজবকে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা। ইসকনের মাধ্যমে পরিচালিত এ নেটওয়ার্ক ধর্মীয় উসকানী ও বিদেশী সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সরবরাহে সক্রিয়।
লিটন কুমার চৌধুরী বলেন, ইসকন বাংলাদেশের অন্যান্য ধর্মীয় সংগঠনের মতো একটি সংগঠন। তাই বলে হিন্দুরা সবাই ইসকনের সদস্য এমনটা বলা সঠিক নয়।
অভিযোগের বিষয়ে কৃষ্ণ চন্দ্র দাস বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আর যেসব পোস্টের কথা বলা হচ্ছে তা ২০২১ সালের। তবে তাকে ২০২৪ সালের ফেনীর বন্যা প্রসঙ্গে স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, আমি বাংলাদেশে বাস করে দেশের বিরুদ্ধে কেন কথা বলবো?
সৌমিত্র চক্রবর্তীকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, বিজয় দেবনাথকে ইসলাম ধর্ম অবমাননা ও ইসকন সম্পৃক্ততার দায়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় নাগরিকদের দাবী, প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিয়ে ইসকন-সম্পৃক্ত এই নেটওয়ার্ক ভেঙে দিতে হবে এবং সংবাদ মাধ্যমকে গুজব ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা আসাদুজ্জামান আসাদ।