চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরাতন জাহাজের মেরিন মালামালের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের চেয়ারম্যানঘাটাস্থ (কামাল স্টিল মার্কেট) এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের দোকানে থাকা পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেরিন আইটেমের মালামালসহ প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মার্কেটের মালিক সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে বন্ধ মার্কেটে সিলিন্ডারের বোতল বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। এর পরপরই আগুনের লেলিহান শিখা মুহূর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর পর মার্কেটে থাকা সিলিন্ডার গ্যাসের বোতল, অক্সিজেনের বোতল বিস্ফোরণ হতে থাকে। এতে আশে-পাশের এলাকায় আতংঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস আসে। এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সিলিন্ডার বিস্ফোরণ ভয়ে সামনের দিকে এগিয়ে যায়নি।
আগুন লাগার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকান পুড়ে যাওয়ার সময় কুতুব উদ্দিন শিবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ফায়ার সার্ভিসের দেরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আগুন লাগার স্থান থেকে আধা কিলোমিটার দূরে নৌবাহিনীর ফায়ার সার্ভিসের টিম থাকলে তাদেরকে বার বার জানানোর পরও ঘটনাস্থলে আসেনি। তবে এক ঘণ্টা পর কুমিরা ও বায়েজিদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, দীর্ঘ যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, তবে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। কেউ হতাহত হননি।
এদিকে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী চৌধুরী।