চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ জিয়া উদ্দিন (২৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন।
গতকাল শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলাকায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন কেডিএস ডিপোর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবক কুমিরা অরবিট ডায়াগনস্টিক সেন্টারে পিয়ন হিসাবে কর্মরত ছিলেন। তার বাড়ী কুমিরা ঘাটঘর এলাকার বেল্লার বাড়ীর সালেহ আহম্মদের পুত্র।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, জিয়া উদ্দিন বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে সড়ক থেকে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহন হয়। এ ঘটনায় আরো দুইজন আহত হন। আহত দুই মোটরসাইকেল আরোহীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।