চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
গতকাল বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার কুমিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিরা স্টেশনের মধ্যবর্তী ঢাকাগামী আপ রেললাইনের ব্রিজের নিচে এক অজ্ঞাত পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রেলওয়ে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করেন।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আশরাফ ছিদ্দিক বলেন, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকার আপ রেল লাইনের উপর ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মাথায় জখন হয়ে ঘটনাস্থলে মারা যান। নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















