বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ মঙ্গলবার ২০ আগস্ট সকাল ০৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সর্বশেষ বড় দারোগার হাট পর্যন্ত গিয়ে ফিরে আসার পথে সীতাকুণ্ড পৌরসভা সদরে পথসভায় বক্তব্য রাখবেন।
বক্তব্য প্রদান শেষে তিনি তার নিজ বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাট জলিল টেক্সটাইল মিলস গেইটস্থ নিজ পারিবারিক কবরস্থানে মা, বাবা, ভাই ও অন্যান্য বয়জ্যেষ্ঠদের কবর জেয়ারত শেষে নিজ বাড়ীতে অবস্থান করবেন ।
এসময় তিনি সর্বস্তরের বিএনপি নেতা,কর্মীদের সাথে সাক্ষাতে মিলিত হবেন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহবায়ক কাজী মোঃ সালাহউদ্দিন।
বিএনপি নেতা কাজী মোঃ সালাউদ্দিন সাংবাদিকদের আরো জানান,সমগ্র চট্টগ্রামের সর্বস্তরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সমূহের নেতা, কর্মী সমর্থক সহ সকলকে মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার (জেল গেইট)।
এবং সীতাকুণ্ডের প্রতিটি ইউনিয়নের নেতা কর্মী ও সমর্থকদের নিজ নিজ এলাকায় ও সিটি গেট থেকে মোটর সাইকেল যোগে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে নেতাকর্মীরা।প্রিয় নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরীকে বরন করার জন্য অনুরোধ জানিয়েছেন।