সারা দেশের ন্যায় সীতাকুণ্ডে অনুষ্ঠিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ, প্রাথমিক ঔষুধ ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শাখা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ক্যাম্পাসে শতাধিক এইচএসসি পরিক্ষার্থীর হাতে বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক ঔষুধ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
সীতাকুণ্ড ডিগ্রী কলেজ কেন্দ্রের পরিক্ষার্থী ফারিয়া রহমান মুমু বলেন, ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে উপহার পেয়ে খুব খুশি হয়েছি। পরিক্ষার্থীদের মনে সাহস ও উদ্দীপনা জাগতে এই আয়োজন করায় অত্র কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।
সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন শাকিল বলেন, আমরা কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আজ এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক ঔষুধ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছি। সকালে পরিক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শতাধিক পরিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেয়া হয়েছে। কলেজ ছাত্রশিবিরের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তিনি।
সীতাকুণ্ড ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সুবীর কান্তি নাথ বলেন, এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক ঔষুধ ও শিক্ষা উপকরণ তুলে দেয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড শহর আদর্শ থানা শাখার সভাপতি সাকিব শিকদার, সেক্রেটারী আব্দুর রহমান, থানা শাখার অফিস সম্পাদক এহসানুল হক জুবায়ের, কলেজ সভাপতি শাহাদাত হোসেন শাকিল ও অর্থ সম্পাদক চৌধুরী মুনতাসির তাশফিকসহ প্রমুখ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 



















